এলোমেলো কল্পকথা
রাতে এই শহর কখনো ঘুমায় না, আলো জ্বলতে থাকে, গাড়ি চলতে থাকে, মানুষ আসে যায়, ব্যস্ততার চাদরে মোড়া ! মাঝে মাঝে ঘুম না এলে, আমি আমার ঘরের প্রিয় কোনায় গিয়ে পা গুটিয়ে বসি। দুরের পাহাড় তখন অদ্ভুত সুন্দর লাগে, কৃত্তিম আলোয় সারাদিনের ক্লান্তি মোছার বৃথা চেষ্টায় তাকে আরো অসহায় লাগে, ক্লান্ত লাগে ! আমি অপলক […]