গল্পকথা
গতকাল রাতে বেশ বড়সর একটা ঝড় হয়ে গেল ! এখানকার ঝড়ে, উঁচু অট্টালিকায় এর প্রভাব তেমন পরে না, স্বচ্ছ জানলার পাশে দাঁড়ালে কিছুটা আভাস পাওয়া যায়, গাছ গাছালির তীব্র আক্রোশে মাটির বুকে লুটিয়ে পরার আকুতি দেখে মনে হয়, ঠিক এভাবেই হয়ত মানুষও মাতম করতে চায়, কিন্তু পারে না, সময় সমাজ নিয়তি সম্পর্ক সব কিছুর বেড়াজালে […]

