গতকাল রাতে বেশ বড়সর একটা ঝড় হয়ে গেল ! এখানকার ঝড়ে, উঁচু অট্টালিকায় এর প্রভাব তেমন পরে না, স্বচ্ছ জানলার পাশে দাঁড়ালে কিছুটা আভাস পাওয়া যায়, গাছ গাছালির তীব্র আক্রোশে মাটির বুকে লুটিয়ে পরার আকুতি দেখে মনে হয়, ঠিক এভাবেই হয়ত মানুষও মাতম করতে চায়, কিন্তু পারে না, সময় সমাজ নিয়তি সম্পর্ক সব কিছুর বেড়াজালে আটকানো মানুষ আজন্ম এই ঝড় বয়ে বেড়ায়,এই ঝড় মাঝে মাঝে স্তিমিত হয়, মুক্তি মেলে না ! আজ অনেক ভোরে ঘুম ভেঙ্গেছে, খুব সম্ভবত তীব্র ঝড়ের গগনবিদারী আওয়াজে, উঠে ঘরের সব দরজা জানলা বন্ধ করে, আমার প্রিয় জায়গায় এসে বসলাম, আর ঘুমাতে ইচ্ছে হল না, একটু পর বড় ছেলের স্কুলের সময় হবে, ঘরের কাজে ঢুকে যেতে হবে, ভাবলাম এই সময়টুকুতে তোমার জন্য লিখি ! আজ বেশ কিছু দিন হল, শরীর ভালো যাচ্ছে না, কেমন যেন শরীর ভেঙ্গে আসে, মন সুস্থির হচ্ছে না !
আমার ইদানীং ভীষণ পাহাড়ে যেতে মন চাই। আমি কখনো পাহাড়ে থাকি নি, আমার খুব ইচ্ছে হয়, ওই কাঠের দোতলা বাড়ীতে থাকি ! তোমার সাথে আমার সংসার হলে, আমি টাকা জমিয়ে একটা পাহাড় কিনতাম ! আমি শুনেছি কেনা যায়, তুমি আমি মিলে সেই পাহাড়ের নাম দিতাম, একটা কাঠের দোতলা ঘর বানাতাম ।
আমাদের পাহাড়ের ঘরের, সামনে থাকত এক বিশাল গাছ, বিশাল বড়বড় তার শেকড় আর ডাল, আমি সেই বড় ডালে দোলনা ঝুলাতাম, পড়ন্ত বিকেলে যখন ক্লান্ত পাখিরা ঝাঁক বেঁধে বাড়ী ফিরে যায়, সূর্যমামা ডুবে যাবার আয়োজন করে, তুমি আমি সেই দোলনায় শুইয়ে সেই স্বর্ণালি লাল কমলা রেখার আঁকিবুঁকি দেখতাম। কিংবা আয়োজন করে আমরা সেই গাছের নিচে ঝাল ঝাল মুড়ি মাখা আর চা খেতাম কিংবা গাছের বুকে হেলান দিয়ে তুমি আর তোমার বুকে হেলান দিয়ে আমি মুগ্ধ চোখে সেই সন্ধ্যা নামার আয়োজন দেখতাম ! বনফুলের কাঁচা ঘ্রাণ বা দুর পাহাড়ের থোকা থোকা কুয়াশা বা পাহাড়ের গা বেয়ে বয়ে যাওয়া জলরাশির কুলকুল শব্দ সেই সাথে বুকের সাথে কান পেতে থাকা জীবনস্পন্দনের ধুকধুক শব্দধ্বনি, চোখ বন্ধ করেই যেন পাড়ি দেয়া যায় অজস্র দিন কাল সময় !
তোমাকে ছুঁইয়ে দেখার ইচ্ছে হয়, তোমাকে আগলে রাখার ইচ্ছে হয়, ইচ্ছে হয় তোমার ব্যাথার জায়গাগুলো আঁচল দিয়ে আলতো করে মুছে দেই, ইচ্ছে হয় অনেক কিছুই ইচ্ছে হয় – কিছু ইচ্ছের লাগাম থাকে না । কোন এক জন্মে আমাদের একটা লাল নীল সংসার হোক, কবিতার ভাষায় বলা যায়-এই জন্মের দূরত্বটা পরের জন্মে মিটিয়ে দিও, আমাকে আগলে রেখো…এই জনম তো কেটেই গেল আঁচড় খেয়ে, পরের জন্মে বুকের সাথে লেপটে রেখো…
জীবন যেন তোমাকে উঁচু থেকে উচু স্তরে নিয়ে যায়, তোমার নাম,তোমার সম্রাজ, তোমার আলো দিক থেকে দিকে ছড়িয়ে পড়ুক, তুমি কি নিজেকে চিনে রাখ, পৃথিবীর কোন কিছু যেন তাতে গ্রহণ না লাগায়, নট ইভেন তুমি নিজে ! কোন অন্ধকার কালিমা তোমাকে যেন না ছোঁয়, সদায় আলোয় উদ্ভাসিত হয়ে থাকো, আমার প্রার্থনা সবসময় তোমার সাথে আছে, থাকবে, আমি থাকি বা না থাকি… সবসময় ভাল থেকো- শুভ হোক তোমার প্রতিটি জন্মতিথি!
