গতকাল রাতে বেব বড় সর একটা ঝড় হয়ে গেল ! এখানকার ঝড়ে, উঁচু অট্টালিকায় এর প্রভাব তেমন পরে না, স্বচ্ছ জানলার পাশে দাঁড়ালে কিছুটা আভাস পাওয়া যায়, গাছ গাছালির তীব্র আক্রোশে মাটির বুকে লুটিয়ে পরার আকুতি দেখে মনে হয়, ঠিক এভাবেই হয়ত মানুষও মাতম করতে চায়, কিন্তু পারে না, সময় সমাজ নিয়তি সম্পর্ক সব কিছুর বেড়াজালে আটকানো মানুষ আজন্ম এই ঝড় বয়ে বেড়ায়,এই ঝড় মাঝে মাঝে স্তিমিত হয়, মুক্তি মেলে না ! আজ অনেক ভোরে ঘুম ভেঙ্গেছে, খুব সম্ভবত তীব্র ঝড়ের গগনবিদারী আওয়াজে, উঠে ঘরের সব দরজা জানলা বন্ধ করে, আমার প্রিয় জায়গায় এসে বসলাম, আর ঘুমাতে ইচ্ছে হল না, একটু পর বড় ছেলের স্কুলের সময় হবে, ঘরের কাজে ঢুকে যেতে হবে, ভাবলাম এই সময়টুকুতে তোমার জন্য লিখি !

সময়টুকু ভাল লাগছে, এক সময় ঝড় থামবে, আমার সেই সময় বা মুহূর্তটা খুব ভাল লাগে, তীব্র অভিমান শেষে, যখন চারপাশ শান্ত হয়ে আসে একটা মোহনীয় আলো রাঙ্গা বধুর মত সলজ্জ সাজে চারপাশকে কেমন জানি ভরিয়ে দেয় ! মনে হয় এই একটা মুহূর্তের জন্য হয়তবা হাজার বছরের অপেক্ষা করা যায় ! ঐ একটা মুহূর্তের জন্য অনায়াসে সবকিছুকে তুচ্ছকরা যায় !!